Love Story সত্যি কারের ভালোবাসা কি ?#এটাই_সত্যি_কারের_ভালোবাসা 🤘💕🌹

সত্যি কারের ভালোবাসা কি ?



হাতে ১ মিনিট সময় থাকলে পড়তে পারেন??


         💕Love story💕


একটি ১৯ বছরের মেয়ে

তাসমীন তার প্রেমিকের কাছে গিয়ে বলল,,,

তাসমীন: আমার ২০ তম জন্মদিনে তুমি আমাকে কি উপহার দিবে?

.

রিফাত মুচকি হেসে বললেন,,,

রিফাত: এখনও তো অনেক সময় আছে,আর সময়

হলেই তুমি তোমার জন্মদিনের উপহার পেয়ে যাবে!

.

বেশ কিছুদিন যাবার পর,একদিন হঠাৎ করেই তাসমীন অজ্ঞান হয়ে যায়!

বাড়ির সবাই বেশ অস্থির হয়ে পড়ে!

কিছুই বুঝে উঠতে পারছিল না কেউ,কি হয়েছে তাসমীনার?

তারপর সবাই মিলে তাকে

হাসপাতালে নিয়ে যায়।

.

হাসপাতালে ডাক্তার অনেক পরীক্ষা নিরিক্ষা করার পর,তার পরিবার কে বলল,,,

 তাসমীনার হার্টে একটি ফুটো ধরা পড়েছে,এখন যদি খুব তাড়াতাড়ি হার্ট

পরিবর্তন না করা যায়,তাহলে হয়তো তাসমীন কে আর বাঁচানো সম্ভব হবে না!

সবাই এই কথা শুনে কান্নায় ভেঙ্গে পরলো।তাসমীনার মা বাবা কিছুতেই মেনে নিতে পারছিলনা।

তাসমীনার প্রেমিক রিফাত । তার বিষয়ে ডাক্তার এর কাছে থেকে সব কিছু শুনে বলল এ কিছুতেই হতে দিবে না সে।

তারপর রিফাত তাসমীনার রুমে গেলো,দেখল তার ভালোবাসার মানুষটি বিছানায় শুয়ে আছে!

রিফাত কাছে যেতেই মেয়েটি বলল,,,

তাসমীন: রিফাত আমি মনে হয় আর বাঁচব না!

তাসমীনার চোখের জল মুছে দিলো 

রিফাত।

আর বলল,কে বলছে তুমি বাঁচবে না?

তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে।

তাসমীন: তুমি কি করে জানলে?

ডাক্তার তো বলেছে আমার হার্টে একটি ছিদ্র আছে,আর আমাকে

বাঁচানো সম্ভব না!

রিফাত: ধুর পাগলী!

তোমার কিচ্ছু হবে না,দেখো তুমি ভালো হয়ে যাবে!

.

এভাবে বেশ কিছুদিন যাবার পর তাসমীন সম্পুর্ন সুস্থ্য হয়ে উঠে এবং বাড়ি ফিরে যায়!

বাড়িতে ফিরেই সে রিফাত কে খুঁজতে থাকে!

না পেয়ে,রিফাত এর

বাড়িতে চলে যায়।

রিফাত এর  বাড়িতে কেউ নেই,অবশেষে রিফাত এর ছোটো বোন এর দেখা পেলো তাসমীন

 

তাসমীন:  তোমার ভাইয়া কোথায়?

রিফাত এর  বোন কথা না

বলেই হাত দিয়ে ইশারা করে রিফাত এর রুমটি দেখিয়ে বলে উঠলো টেবিল এর উপরে আপনার

জন্য একটা চিরকুট রাখা

আছে!

.

তাসমীন কথাটা শুনে দৌড়ে রিফাত এর রুমে গিয়ে চিরকুট হাতে নিয়ে পড়তে

শুরু করল!

.

প্রিয় তমা,আমি জানি

যেদিন তুমি এ চিরকুট পাবে,সেদিন তুমি সম্পূর্ন সুস্থ হয়ে যাবে।সব কিছু

ঠিক হয়ে যাবে আগের মত করে।

যেমনটা আমি তোমাকে

বলেছিলাম।

আমি বলেছিলাম না তোমার কিচ্ছু হবে না।

দেখেছো তাই হয়েছে।

তুমি আমার কাছে তোমার ২০ তম জন্মদিনে উপহার

চেয়েছিলে না।

অনেক ভেবেছি কিন্তু তোমাকে কি উপহার দিব ভেবে পাচ্ছিলাম না?

তোমার অসুস্থতায় কথা যখন ডাক্তার বলল,আর যখন বলল একটি হার্ট খুজছিল,তখন মনে হল তোমার জন্য এর চাইতে ভালো আর কোনো উপহার হয়না!

আমার হার্টই ছিল একমাত্র শ্রেষ্ঠ উপহার!

যা আমি তোমাকে দিয়ে

গেলাম মন খারাপ কর না?

আমি আকাশের ঐ উপর

থেকে তোমাকে দেখব!😢


#এটাই_সত্যি_কারের_ভালোবাসা 🤘💕🌹


       💕Rahul Sk Love rsb 💕


ধন্যবাদ নতুন নতুন Love story পেতে Follow করুন comment করুন শেয়ার করুন। 

 

Thanks for contact me

Post a Comment (0)
Previous Post Next Post