জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ,কিন্তু গল্পের মত করেই জীবন সাজানো বড্ড কঠিন।



জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ,কিন্তু গল্পের মত করেই
 জীবন সাজানো বড্ড কঠিন।গল্প সবাই লিখতে জানে,কিন্তু গল্প
 মানে কয়জন?বিনামূল্যে পরামর্শ সবাই দিতে জানে,সেই 
পরামর্শ নিজের ক্ষেএে মেনে চলে কয়জন?গল্পের জন্য 
অগনিত শব্দ যথার্থ হলেও বাস্তব জীবনে তা মেনে চলা বড্ড 
কঠিন।মুখে হাজারটা কথা যত সহজে বলা যায়,সেই মোতাবেক
 নিজেকে অনেকেই তৈরি করে নিতে পারেনা।পরামর্শ দেয়া 
যতটা সহজ,তা মেনে চলা ঠিক ততটাই। কঠিন।
বাস্তব জীবনে যারা সফল,তারা হয়তো এতগুলো অনুপ্রেরনার 
শব্দ একএিত করে কোন গল্প লেখারই সময় পায়না।বদলে
 বদলে যাবো সারাদিন মুখে বলা যায়,নিজেকে বদলে নিতে
 আদৌ কি সবাই পারে?দেখা যাবে,যারা সত্যিই সত্যিই নিজেকে
 বদলে নিয়েছে,তাদের আইডিটা এই বিরাট অনলাইন জগতে
 থাকলেও তাদের নামের পাশে আর কখনই সবুজ বাতি 
জ্বলেনা।যারা খুব দাপট খাটিয়ে ভুলে যাবো ভুলে যাবো বলে
 হারিয়ে গেছে,তারাও হয়তো ভুলতে না পেরে এদিক সেদিক 
পাগল হয়ে ছোটাছুটি করছে।আর যারা নিজের কথা 
রেখেছে,তারা সত্যি সত্যিই ভুলে গিয়ে নতুন সুখে বিভোর হয়ে 
গেছে।
"যেমন কর্ম,তেমনি ফল"কথাটা খুব করে বিস্বাস করি।এই 
পৃথিবীতে যে যেমন কর্ম করবে,তার ফল কিছুটা হলেও ভোগ
 করে যেতে হবে।বাকিটা পরকালের জন্য তোলা থাকবে।প্রকৃতি
 ছাড় দেয়,ছেড়ে দেয়না।অন্যায় করার সুযোগ দেয়,ফল ভোগ 
করার কোন কমতি রাখেনা।আর এই অন্যায় করার জন্য কত 
শত মানুষ মানুষের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা কামনা 
করে,আর্তনাদে আর্তনাদে বাতাসটা ভারী করে রাখে,কিন্তু মানুষ
 হয়ে মানুষকে ক্ষমা করেনা।কারন সে চায়,যে অন্যায় 
করেছে,সে শাস্তি পাক।
তার শাস্তিতে আর দশটা মানুষ শিক্ষা গ্রহন করুক,আর যাতে
 এমন ভুল কেউ না করে।এমনি এমনি কেউ কাউকে অভিশাপ 
দেয়না,অমঙ্গল চায়না।যখন কেউ কারো সাথে চরম অন্যায় 
করে,তার ধৈর্য্যের বাঁধ পেড়িয়ে যায়,ঠিক তখনি মানুষ খোদার 
কাছে সব অভিযোগ জমা করে।এবং এই পৃথিবীতে তার 
কূকর্মের ফলটা কিছুটা হলেও ভোগ করে যেতে পারে।সেজন্য 
উদ্যেশ্য হউক ভাল কিছুর লক্ষ্যে।পরিকল্পনা হউক হালাল।
বেচে থাকাটা হউক অন্যের দীর্ঘশ্বাসের বাইরে।ভালবাসাটা
 হউক পবিএ।
গল্পের চরিএের মত কোন মানুষের-ই জীবন এতটা পরিপক্ক 
না,এতটা সুন্দর সাবলীল না।গল্প অনুভূতির প্রকাশমাএ।
কাউকে জড়িয়ে,কারো চরিএের সাথে মিল রেখে কেউ কখনো 
গল্প লিখেনা।প্রত্যেকটা গল্পই একেকটা করে স্মৃতি,একেক 
সময়ে একেক রকম অনুভূতির প্রকাশ।বাস্তবতা থেকে গল্পের 
প্রকাশ অনেক অনেক দূরে।তবুও চাই বাস্তব জীবনটা হউক 
গল্পের চেয়ে আরো সুন্দর,আরো সুখের।

Thanks for contact me

Post a Comment (0)
Previous Post Next Post