তোমার দিকে তাকালে আমি আর
চোখ ফেরাতে পারি না।ঘাড় শক্ত হয়ে আসে,
তাকিয়ে তাকিয়ে চোখ ধোঁয়া হয়ে আসে।
আমি হারিয়ে যায় অন্য এক জগতে!
মনে হয় আমি দাঁড়িয়ে আছি,
কোনো এক নাম না জানা স্টেশনে।
আর দুই দিক দিয়ে দ্রুত গতিতে
ট্রেন ছুটে চলেছে। আমি কিছুই দেখতে পাইনা-
তোমাকে ছাড়া।
শুধু হাওয়ার দাপট যেন রোদের মধ্যে
বৃষ্টি নিয়ে এসে আমায় ভিজিয়ে শীতল করে দেয়।
আর আমি দাঁড়িয়ে থাকি পাথর হয়ে।
কেউ আমার গায়ে হাত না দিয়ে ডাকলে,
আমি বাস্তবে ফিরতে পারি না।