যদি কখনো কারোর সাথে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় তবে..!💔 তার গোপন কথা গুলো গোপনই রেখে দিও..!


যদি কখনো কারোর সাথে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় তবে..!💔তার গোপন কথা গুলো গোপনই রেখে দিও..!



 যাকে রাখতে চেয়েছিল সে থাকেনি,😢

যে থাকতে চেয়েছে তাকে রাখিনি,🥀😢

অবশেষে কোথাও কেউ নেই!😔


ভালো মানুষেরা সব সময় ঠকে । কারণ 

তারা সবাইকে নিজের মত মনে করে। আর

অন্যরা প্রয়োজনে ব্যাবহার করে। 



যদি কখনো কারোর সাথে সম্পর্কের 

বিচ্ছেদ হয়ে যায় তবে..!💔

তার গোপন কথা গুলো গোপনই রেখে দিও..!


কনেনা কোন একদিন তুমি তার বিশ্বের 

জায়গা দখল করেছিলে, না থাকুক সম্পর্ক!

অত্যন্ত বিষের জায়গাটা বেঁচে থাকুক 

সারাজীবন..!


নাটক কম করো প্রিয় ।

তুমি যে অন্য কারো প্রেমে আসক্ত সেটা 

তোমার ব্যবহারেই বুঝা যায়। 


সম্পর্ক 10 বছরের হোক বা 

10 দিনের !💕

সম্পর্কে বিশ্বাস না থাকলে 

সম্পর্ক মূল্যহীন!💔😭



একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে । সে বুঝতে পারলো একটা ছেলে থাকে অনুসরণ করছে।

কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা দাড়িয়ে রইল...

এবং পিছনে ফিরে দেখল যে ছেলেটাও দাড়িয়ে আছে।

মেয়েটা ছেলেকে ডেকে আনল এবং জিজ্ঞাসা করলো,

তুমি আমার পিছু নিয়েছ কেনো? ছেলেটা বলল ,

আমি তোমাকে ভালোবাসি।

এটা শুনে মেয়ে বলল,তোমার পিছনে দেখো আমার

থেকে সুন্দর একটা মেয়ে আসছে !!!!!

তখন ছেলেটা পিছন ফিরে তাকাল এবং দেখল যে কেউ নেই!!।

তুমি যদি সত্যি আমাকে ভালবাসতে তাহলে তুমি সুন্দর ওই মেয়েকে দেখার জন্য পিছনে ফিরে তাকাতে না।

তুমি আমার দিকে তাকিয়ে থাকতে! তোমার

যেটা হয়েছে সেটা ভালোবাসা না সেটা ভালোলাগা.....!!



যে মন দেখতে পারে,

তার কাছে চেহারা মেটার করে না।

যে ভালোবাসতে জানে,

তার কাছে বাহ্যিক সৌন্দর্য কিছুই না।


প্রকৃত ভালোবাসা কখনোই-

ধন-সম্পদ কিংবা রুপ যৌ'বন দেখে হয় না,

ভালোবাসা সে তো মনের ব্যাপার! 

এখানে কারোরই হাত থাকে না।


কাউকে ভালোবেসে আগলে রাখার জন্য-

একটি সুন্দর মনের বিকল্প কিছুই হয়না,

সে ভালোবাসার ঘরে হয়তো বিলাসিতা থাকে না,

কিন্তু! সে ঘর হয় একটি মানসিক শান্তির ঠিকানা। 


ভালোবাসা সুন্দর, ভালোবাসা ভীষণ সুন্দর! 

যদি মানুষ দুটি সঠিক হয়।

একে অপরকে আগলে রাখতে জানলে -

সারাজীবনই সম্পর্ক অটুট রয়।


"প্রকৃত ভালোবাসায় বাহ্যিক সৌন্দর্য কখনোই মেটার করে না"




নিঃশ্বাসে মিশে থাকা বিশ্বাসগুলোই'

এক সময় আমাদের সাথে প্র'তা'র'ণা আর বে'ই'মা'নি করে।


লেখাঃ Rahul Sk Love rsb 


Thanks for contact me

Post a Comment (0)
Previous Post Next Post