তোমাকে ভালোবেসে বিশেষ কিছু না পেলেও পেয়েছি একাকিত্ব, শূন্যতা। sad love story relationship

তোমাকে ভালোবেসে বিশেষ কিছু না পেলেও পেয়েছি একাকিত্ব, শূন্যতা। রোজ রাতে জেগে বসে তোমায় নিয়ে কতশত জল্পনা কল্পনা। মস্তিষ্কে নাড়া দেই তোমার রেখে যাওয়া স্মৃতিরা। 

তোমাকে ভালোবেসে যা পেয়েছি তা হলো অফুরন্ত অবহেলা।  তোমার অবহেলায় মোড়ানো আমার ভালোবাসা মূল্যহীন।  

তোতোমাকে ভালোবেসে বিশেষ কিছু না পেলেও পেয়েছি একাকিত্ব, শূন্যতা। রোজ রাতে জেগে বসে তোমায় নিয়ে কতশত জল্পনা কল্পনা। মস্তিষ্কে নাড়া দেই তোমার রেখে যাওয়া স্মৃতিরা। 

তোমাকে ভালোবেসে যা পেয়েছি তা হলো অফুরন্ত অবহেলা।  তোমার অবহেলায় মোড়ানো আমার ভালোবাসা মূল্যহীন।  

তোমাকে ভালোবেসে পেয়েছি অশ্রুজল, বুকের ভেতর জমানো আর্তচিৎকার,  বলতে না পারা কষ্ট, তুমি বিহীন অসুখ। সবশেষে যা পেলাম অপমান,অবহেলা,লাঞ্ছনা,  তোমার দেওয়া উপহার প্রতারিত ভালোবাসার গল্পে আমি নামক ভালোবাসা থেকে বঞ্চিত এক চরিত্র। 

তোমাকে ভালোবেসে এতোকিছু পেয়েও যেটা পাইনি সেটা তুমি। তুমি চাইলেই থেকে যেতে পারতে । তোমাকে পাইনি বলেও যা পেয়েছি না পাওয়ার আক্ষেপ দীর্ঘশ্বাস।  তুমি থেকে গেছো আমার দীর্ঘশ্বাসে।

~ মহুয়া জিমতোমাকে ভালোবেসে বিশেষ কিছু না পেলেও পেয়েছি একাকিত্ব, শূন্যতা। রোজ রাতে জেগে বসে তোমায় নিয়ে কতশত জল্পনা কল্পনা। মস্তিষ্কে নাড়া দেই তোমার রেখে যাওয়া স্মৃতিরা। 

তোমাকে ভালোবেসে যা পেয়েছি তা হলো অফুরন্ত অবহেলা।  তোমার অবহেলায় মোড়ানো আমার ভালোবাসা মূল্যহীন।  

তোমাকে ভালোবেসে পেয়েছি অশ্রুজল, বুকের ভেতর জমানো আর্তচিৎকার,  বলতে না পারা কষ্ট, তুমি বিহীন অসুখ। সবশেষে যা পেলাম অপমান,অবহেলা,লাঞ্ছনা,  তোমার দেওয়া উপহার প্রতারিত ভালোবাসার গল্পে আমি নামক ভালোবাসা থেকে বঞ্চিত এক চরিত্র। 

তোমাকে ভালোবেসে এতোকিছু পেয়েও যেটা পাইনি সেটা তুমি। তুমি চাইলেই থেকে যেতে পারতে । তোমাকে পাইনি বলেও যা পেয়েছি না পাওয়ার আক্ষেপ দীর্ঘশ্বাস।  তুমি থেকে গেছো আমার দীর্ঘশ্বাসে।

~ মহুয়া জিমমাকে ভালোবেসে পেয়েছি অশ্রুজল, বুকের ভেতর জমানো আর্তচিৎকার,  বলতে না পারা কষ্ট, তুমি বিহীন অসুখ। সবশেষে যা পেলাম অপমান,অবহেলা,লাঞ্ছনা,  তোমার দেওয়া উপহার প্রতারিত ভালোবাসার গল্পে আমি নামক ভালোবাসা থেকে বঞ্চিত এক চরিত্র। 

তোমাকে ভালোবেসে এতোকিছু পেয়েও যেটা পাইনি সেটা তুমি। তুমি চাইলেই থেকে যেতে পারতে । তোমাকে পাইনি বলেও যা পেয়েছি না পাওয়ার আক্ষেপ দীর্ঘশ্বাস।  তুমি থেকে গেছো আমার দীর্ঘশ্বাসে।

~ rahul Sk Love rsb 

Thanks for contact me

Post a Comment (0)
Previous Post Next Post