এখন আর আমাদের কথা হয়না
সন্ধ্যা হয়,রাত হয়,রাত গভীর হয়
আবার সকাল হয় কিন্তু আমাদের আর কথা হয়না!
আমার কথা ফেলার ডাকবাক্সটা হারিয়ে গেছে! এই শোকে,আমার মাঝেমাঝে বিলবোর্ড ছাপিয়ে বিজ্ঞপ্তি দিতে ইচ্ছে হয়! ইচ্ছে হয় অলিতে গলিতে মাইকিং করে বলতে'আমার ডাকবাক্সটা হারিয়ে গেছে'!
তাতে কি কোনো লাভ হবে?
ডাকবাক্সটা তো নিজ থেকেই হারিয়ে গেছে,কেউ নিজ থেকে চলে গেলে কি তাকে খুঁজে পাওয়া যায়?
আচ্ছা ডাকবাক্সটা কি এখন আর খালি পড়ে থাকে যেই ডাকবাক্সটায় আমি আমার সারাদিনের কাহিনী জমা রাখতাম নাকি অন্য কারো কথায় সেটি ভরপুর?
আমি বারবার প্রতিজ্ঞাবদ্ধ হই তাকে ছাড়াই ভালো থাকবো,তাই সবসময় কাজের মধ্যে ডুবে থাকি কিন্তু ব্যস্ততা শেষ হলেই আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা হয়,নিরব রাত যত বাড়ে আমার মধ্যে হাহাকার ও ততোই বৃদ্ধি পায়!
কি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে আমায়,
আমি পৃথিবীর রঙে ডুবে থাকতে চাইলেও সব ঝাপসা দেখি,তাকে ছাড়া সবকিছুই যেন রঙচটা দেয়ালের মতো! আমার বারবার ইচ্ছে হয় তাকে একটিবারের জন্য বলতে "আমার দোষটা কোথায়,বেশি ভালবাসা নাকি তোমার জন্য বেহায়া হওয়াটা"?
অথচ এই প্রশ্ন করার ও সুযোগ নেই,তার আঙিনা আমার জন্য নিষিদ্ধ,তার প্রবেশদ্বারে কারফিউ জারি করেছে সে,ঢুকলেই ছিন্নভিন্ন করে দিবে!
সে কি জানে আমি অনেক আগেই ছিন্নভিন্ন হয়ে গেছি!
কারণ, এখন আর আমাদের কথা হয়না,
রাত গভীর হলেও কথা হয়না,
ফোনে ভরপুর চার্জ থাকলেও কথা হয়না,
আমাদের আর কোনো অজুহাতেই কথা হয়না!
'এখন আর আমাদের কথা হয়না'